৩ শিক্ষার্থীকে মেরে আহত করলেন শিক্ষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২০ মে ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে তিন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার নতুন কুঁড়ি কিন্ডার গার্টেনে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, চতুর্থ শ্রেণির ছাত্র মারুফ সরকার, নীরব ভূঁইয়া ও লোকমান হোসেন। তাদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষক মাঈনুদ্দিন রনি ওই স্কুলের গণিত বিষয়ের শিক্ষক।

আহত শিক্ষার্থীদের অভিযোগ, রমজান মাসেও তাদের স্কুলে ছুটি নেই। রোববার সকাল ১১টার দিকে গণিত বিষয়ের ক্লাস চলাকালে শিক্ষক মাঈনুদ্দিন তাদের শরীরে স্কেল দিয়ে আঘাত করেন। একটি অঙ্ক না পারার অভিযোগ তুলে তাদেরকে মারধর করা হয়।

এ ব্যাপারে বক্তব্য জানতে শিক্ষক মাঈনুদ্দিন রনির মোবাইল ফোনে একাধিকবার কল করলেও রিসিভ করেননি তিনি।

তবে স্কুলের প্রতিষ্ঠাতা শেখ মো. জুনায়েদ জানান, এ ঘটনায় তিনি মর্মাহত। সবার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।