নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে তোফাজ্জল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে
এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দৌলতপুর গ্রামের জিলু মিয়া ও ছফিল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। তবে কী নিয়ে এ বিরোধ সেটি তাৎক্ষণিক জানা যায়নি। এ বিরোধের জের ধরেই বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে তোফাজ্জলসহ উভয় পক্ষের আরও অন্তত পাঁচজন আহত হন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তোফাজ্জলকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ত্রিলোক চাকমা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এতে কয়েকজন আহত হয়েছে তবে হাসপাতালে কেউ মারা গেছে কি-না সেটি নিশ্চিত নই।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর