ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা-ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৩ জুন ২০১৮
ছবি-প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৯৭৫ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগরিয়া গ্রামের মুর্তুজ আলীর ছেলে মহেব আলী (৪৫), পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের জাহাঙ্গীর মিয়া (৩৫) ও চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের তারা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৪)।

পুলিশ জানায়, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে পৃথক স্থান থেকে ৯৭৫ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজুল সঞ্চয়/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।