সরাইলে ট্রাকভর্তি নিষিদ্ধ পলিথিনসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০৫ জুন ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকভর্তি পলিথিনসহ দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জিলানী পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মাসুদ মিয়ার ছেলে ট্রাকচালক রায়হান (২৩) ও বরগুনা জেলার তালতলী উপজেলার বারেক মুন্সির ছেলে মহিবুল্লাহ্।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জাগো নিউজকে বলেন, নিষিদ্ধ পলিথিনভর্তি একটি ট্রাক ঢাকা থেকে সিলেট যাচ্ছে- এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়।

এ সময় মহাসড়কের জিলানী পেট্রোল পাম্পের সামনে থেকে পলিথিন ভর্তি ওই ট্রাকটিকে আটক করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক রায়হান ও সহযোগী মহিবুল্লাহ্কে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।