সমাজসেবা কর্মকর্তার ওপর হামলাকারীদের শাস্তির দাবি
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. আখলাকুর রহমানের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনের সড়কে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি করেন তারা।
এতে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান, সহকারী পরিচালক তাসফিয়া তাসরিন, সরকারি শিশু পরিবার (বালিকা) সহকারী পরিচালক সাইদুর রহমান মৃধা, সরকারী শিশু পরিবার (বালক) সহকারী পরিচালক সুজাউদ্দিন রাশেদ। এ সময় জেলার সকল উপজেলা সমাজসেবা অফিসার ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন কর্মকর্তাবৃন্দ।
অপরদিকে সদরপুর উপজেলা পরিষদের সামনের সড়কে সমাজসেবা অফিসের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ইউএনও মো. জোবায়ের রহমান রাশেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার বৈদ্য, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত, গত ৩ জুন ভুয়া বিলে স্বাক্ষর না করায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখলাকুর রহমানের ওপর বর্বরোচিত হামলা চালায় মাদরাসা কর্তৃপক্ষ।
আরএ/এমএস