আখাউড়ায় বিরল প্রজাতির ২৮ পাখি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৬ জুন ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে বিরল প্রজাতির ২৮টি পাখি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তবর্তী ফকিরমোড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাখিগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে চারটি টিয়া, ছয়টি কাকাতুয়া ও ১৮টি বালিহাঁস রয়েছে। বুধবার বিকেলে পাখিগুলো গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে অবৈধভাবে ফকিরমোড়া সীমান্ত দিয়ে ভারত থেকে খাঁচায় ভরে ওই পাখিগুলো বাংলাদেশে আনে চোরাকারবারিরা। পরে চোরাকারবারিরা সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের দেখে পাখিগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে পাখিগুলো উদ্ধার করে বিজিবি ক্যাম্পে রাখা হয়।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ আলী বলেন, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পাখিগুলো বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।