ঈদে ঢাকা-ঈশ্বরদী-খুলনা রুটে দুটি স্পেশাল ট্রেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ০৬ জুন ২০১৮
ছবি-ফাইল

ঈদুল ফিতর উপলক্ষে বিলাসবহুল ট্রেন মৈত্রী এক্সপ্রেস চলবে ঢাকা-ঈশ্বরদী-খুলনা রুটে এবং মাঝপথে কোনো স্টপেজ থাকবে না। রেলওয়ের পাকশী বিভাগীয় দফতরের আওতায় ঘরমুখো মানুষের বাড়তি চাপ কমাতে এই রুটে দুটি স্পেশাল ট্রেন তিন দিনের জন্য চলাচল করবে।

যাত্রী ভোগান্তি কমাতে ঈদের তিন দিন আগে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের ১৬টি কোচ দিয়ে ঈদ স্পেশাল ৭ ও ৮ নামের এ দুটি ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বুধবার পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যাবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের আগে ১২,১৩,১৪ জুন ‘ঈদ স্পেশাল’ ৭ ও ৮ নং ট্রেন ৮টি বগি নিয়ে ঢাকা-ঈশ্বরদী- খুলনা রুটে চলাচল করবে। ঈদে ঢাকা ও কলকাতাগামী বিলাসবহুল মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকার কারণে যাত্রীদের বাড়তি দুর্ভোগ কমাতে এমন ব্যবস্থা করা হয়েছে। কোচে ৫০৪ জন যাত্রী যাতায়াত করতে পারবে।

রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন জানান, ৭ নং বিশেষ ট্রেন দুপুর ২টা ৪৪ মিনিটে খুলনা থেকে ছেড়ে যশোরে ৩টা ৫৫ মিনিটে এসে দাঁড়িয়ে ৩টা ৫৯ মিনিটে ছাড়বে। চুয়াডাঙ্গায় ৫টা ২৫ মিনিটে এসে দাঁড়িয়ে ৫টা ২৯ মিনিটে ছাড়বে। ঈশ্বরদী জংশন স্টেশনে ৬টা ৩০ মিনিটে এসে দাঁড়িয়ে ৬টা ৪০ মিনিটে ছেড়ে বিরতিহীন যাত্রায় ১১টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে।

আবার ৮ নং বিশেষ ট্রেনটি ঢাকা হতে রাত ১২টা ০৫ মিনিটে ছেড়ে বিরতিহীন ঈশ্বরদী পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে। ৪টা ৪০ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশন ছেড়ে যাবে। চুয়াডাঙ্গায় ভোর ৫টা ৫০ মিনিটে পৌঁছে ৫টা ৫৩ মিনিটে ছেড়ে যাবে। যশোরে সকাল ৭টা ৫ মিনিটে পৌঁছে ৭টা ১০ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে সকাল ৮টা ২০ মিনিটে। ৩ জুন ১২ তারিখের ৪ জুন ১৩ তারিখের ও ৫ জুন ১৪ তারিখের টিকিট বিক্রি হয়েছে।

পাকশী রেলওয়ের ডিআরএম অসীম কুমার তালুকদার জানান, এ রুটের আগের সব ট্রেন নিয়মিত সময়সূচিতেই চলবে। ঈদের আগের দিন পর্যন্ত উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা অভিমুখী আন্তঃনগর ট্রেনের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। পরদিন হতে যথা নিয়মে ট্রেন চলাচল করবে।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।