বাঞ্ছারামপুরে মাদকসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:০৭ এএম, ০৭ জুন ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে দুই হাজার ৪শ পিস ইয়াবা, ৫শ বোতল হুইস্কি ও ২৮০ বোতল বিয়ারসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন- বাদল মিয়া (৩২), সুমন মিয়া (২০) ও মামুন মিয়া (২২)। বুধবার মধ্যরাতে উপজেলার রূপসদী গ্রাম থেকে তাদের আটক করে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। তারা তিনজনই রূপসদী গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার সকালে র‌্যাবরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মাহফুজুর রহমান ও স্কোয়াড্রন কমান্ডার চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল রূপসদী গ্রামে অবস্থান নেয়।

রাত আড়াইটার দিকে ওই গ্রামের শিশু মিয়ার বাড়ির সামনে একটি জমিতে অভিযান চালিয়ে বাদল, সুমন ও মামুনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উল্লিখিত মাদক উদ্ধার করা হয়। আটকরা সবাই মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঞ্ছারামপুর থানায় মামলা করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।