হেডফোনে গান শুনতে শুনতে রেল লাইনে ঘুমিয়ে পড়েছিল ইমন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৮ জুন ২০১৮
ফাইল ছবি

পাবনার চাটমোহরে ট্রেনের নিচে কাটা পড়ে ইমন সাঁওতাল (২৫) নামে এক রেল শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার গুয়াখড়া রেলস্টেশনে।

এতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে রেল লাইনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। নিহত রেল শ্রমিক ইমন হবিগঞ্জের রানীগঞ্জ উপজেলার চুনারুঘাট গ্রামের পুতুল সাঁওতালের ছেলে। শুক্রবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, রেললাইন সংস্কার কাজের জন্য গত কয়েকদিন যাবৎ বেশ কয়েকজন রেল শ্রমিক গুয়াখড়া স্টেশন এলাকায় অবস্থান করছেন। বৃহস্পতিবার সারাদিন কাজ শেষে অন্য শ্রমিকরা গুয়াখড়া স্টেশনের ওপর তাবুতে গেলেও ইমন রেল লাইনের ওপর কানে হেড ফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন বার বার হর্ন বাজালেও না শোনায় ট্রেনের নিচে কাটা পড়ে ইমন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার বলেন, শুক্রবার সকালে ইমন সাঁওতাল নামে ওই রেল শ্রমিকের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

একে জামান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।