ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ছুটি
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবার (১৬ জুন) থেকে মঙ্গলবার (১৯ জুন) পর্যন্ত বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এ সময় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দু’দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, শুক্রবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। তাই শনিবার থেকেই বন্দরের ছুটি কার্যকর হবে। আগামী মঙ্গলবার (১৯ জুন) পর্যন্ত বন্দরের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন বুধবার (২০ জুন) থেকে আবারও শুরু হবে আমদানি-রফতানি।
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, সিমেন্ট ও প্লাস্টিকসহ অর্ধশতাধিক পণ্য রফতানি হয়ে থাকে।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম