এক’শ দিনের কর্মসূচি দেবেন জাহাঙ্গীর আলম
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে থাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেছেন, তিনি নির্বাচিত হয়ে প্রথমই ৯০ থেকে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করবেন। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইবেন।
গতকাল মঙ্গলবার রাতে গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচিত হয়ে অগ্রাধিকার ভিত্তিতে সবার সঙ্গে সমন্বয় করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ড্রেনের ব্যবস্থা, ফুটপাত তৈরিসহ জনদুর্ভোগ লাঘবের কাজগুলো প্রাথমিকভাবে যতদূর সম্ভব সমাধান করার কাজ হাতে নেব।
তিনি বলেন, গাজীপুরের মানুষ তার প্রতি বিশ্বাস রাখায় সবার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। জয়ের শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, নগরীর সবাইকে নিয়ে একটি পরিকল্পিত শহর গড়তে চাই। বিএনপি প্রার্থী নির্বাচন নিয়ে যে সব অভিযোগ করছেন এগুলো তাদের নিজের কথা কি না, কিন্তু মনে হয়েছে এগুলো বিএনপির দলীয় কথা। কোনো কিছু না জেনেশুনে তারা যেন কোনো মিথ্যা ও অনিয়মের কথা না বলেন সেজন্য তিনি অনুরোধ করেন।
মেয়র হলে দল-মত নির্বিশেষে সবার পরামর্শে কাজ করবো। আমি চেষ্টা করবো আমাদের নেতাদের সঙ্গে আলোচনা করে সবার সঙ্গেই বসতেই চাই।
আমিনুল ইসলাম/এমএএস/পিআর