গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৭ জুন ২০১৮
ছবি-প্রতীকী

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত অটোরিকশা চালক শুকুর আলী নারায়ণগঞ্জের কাজীরটেক এলাকার মফিজ মিয়ার ছেলে। অপর নিহত দুই যাত্রীর পরিচয় জানা যায়নি।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিন্নাহ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী অটোরিকশাটি চৌরাস্তার দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়। পরে আরেক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। অপর আহত দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।