দায়িত্ব পালনে অবহেলা করলে চাকরিচ্যুত


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৭ আগস্ট ২০১৫

নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালনে অবহেলা করলে সেই চিকিৎসককে চাকরিচ্যুত করা হবে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ শাহ শরীফ জিন্দানী কলেজ মাঠে ৭১-এর মুক্তিযুদ্ধকালীন বেসরকারি সেক্টর পলাশডাঙ্গা যুব শিবিরের স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা-জনতার এক সমাবেশে এ কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে প্রতিটি অঞ্চলে স্বাস্থসেবা প্রদানের ব্যবস্থা করেছে। কিন্ত বিগত সরকার আমলে জনগণের স্বাস্থসেবা তো দূরের কথা তাদের বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে। স্বৈরাচারী বিএনপি জোটের হাতেই নির্যাতনে সেই নির্মম চিহ্ন নিয়ে আজো মানবেতর জীবনযাপন করছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, কোন মানুষ যাতে বিনা চিকিৎসায় মারা না যায় সে লক্ষে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তাই নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালনে অবহেলা করলে সেই চিকিৎসককে চাকরিচ্যুত করা হবে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, `আপনি নির্বাচন চাচ্ছেন, নির্বাচন হবে, তবে তা সরকারি মেয়াদ পূরণ শেষে ২০১৯ সালের নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এর এক দিন আগেও নয়।`

বিএনপির নেত্রীকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে নাসিম বলেন, `আপনি (খালেদা জিয়া) অগণতান্ত্রিক আন্দোলন ছেড়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। সেই নির্বাচনে জনগণ নির্ধারণ করবে পরবর্তীতে এই রাষ্ট্র কারা পরিচালনা করবেন।`

৭১’এ মুক্তিযুদ্ধকালীন বেসরকারি সেক্টর পলাশডাঙ্গা যুব শিবিরের তৎকালীন ডেপুটি কমান্ডার মম আমজাদ হোসেন মিলনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস ও মকবুল হোসেন প্রমুখ।  

এর আগে দুপুরে মন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরে ৫০শয্যা বিশিষ্ঠ হাসপাতালের শুভ উদ্বোধন করেন।

বাদল ভৌমিক/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।