এবার রাজবাড়ীতে নির্যাতনে শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৭ আগস্ট ২০১৫

সম্প্রতি দেশে একের পর এক শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। শিশু নির্যাতনে সিলেটের রাজন, খুলনার রাকিব, বরগুনার রবিউল ও লক্ষীপুরের শিপনের পর এবার নির্যাতনে প্রাণ গেল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নে মিজু (১৪) নামে এক শিশুর।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য শিশুটিকে ভর্তি করা হলে শুক্রবার সকাল ৬টার দিকে শিশুটি মারা যায়। বাবা-মা হারা এতিম নিহত মিজু মাছপাড়া ইউনিয়নের রামখোল বাহাদুরপুর গ্রামের মুছা’র ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত শিশু মিজুর বাবা ও মা প্রায় ৭-৮ বছর আগে মারা যায়। দুই ভাই এক বোনের মধ্যে মিজু সবার ছোট। বড় বোন মর্জিনার বাড়ীতেই মিজু থাকতো। মর্জিনা অন্যের বাড়ীতে গৃহপরিচারিকার কাজ করে। মিজু বিভিন্ন সময়ে অন্যের বাড়ীতে কাজ করতো। গত প্রায় পনের দিন আগে তার কাজের সঙ্গী একই ইউনিয়নের জয়নাল হাজারি নামে এক যুবক নেশা করার অপরাধে মিজুর শরীরের নিন্মাংশে বেধরক পিটিয়ে আহত করে। এতে মিজু পুরুষাঙ্গে আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়। অর্থাভাবে বিনা চিকিৎসায় বাড়ীতে প্রায় চৌদ্দ দিন যন্ত্রণায় কাতরাতে থাকে। অবশেষে গত বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় এবং শুক্রবার সকাল ৬ টায় মারা যায়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রচন্ড আঘাত করার ফলে ভিতরে রক্তক্ষরণ হয়। সেই রক্তক্ষরণের ফলে দীর্ঘদিন চিকিৎসা না করার কারণে রক্তে রোগের জীবাণু ছড়িয়ে যায় আর এ রোগ নিয়ে আমাদের কাছে আসে এর ফলেই সে মারা যায়।

পাংশা থানার ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াত জানান, নিহতের নানী আসছে। তিনি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামি ধরার অভিযান অব্যাহত থাকবে।

রুবেলুর রহমান/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।