গাজীপুরে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে ছাত্রলীগের গোলাগুলি
গাজীপুর শহরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সশস্ত্র মহড়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে শহরের হাবিবুল্লাহ সরণি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে শহরের রাজবাড়ি সড়কসহ বিভিন্নস্থানে সিএনজি স্ট্যান্ডগুলো মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদের নিয়ন্ত্রণে ছিল। এরশাদের হয়ে টাকা উঠাতেন ছাত্রলীগ নেতা নাহিদ হাসান।
কিছুদিন ধরে শহরের বিভিন্ন স্ট্যান্ডের দখল নিয়ে এরশাদ ও নাহিদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ দিকে দ্বিতীয় বিয়ে এবং স্ত্রীর যৌতুকের মামলায় সম্প্রতি গ্রেফতার হয়ে কারাগারে যান এরশাদ।
তারপর থেকেই নাহিদ শহরের রাজবাড়ি সড়কের সিএনজি স্ট্যান্ড দখলের চেষ্টা করে আসছিল। বুধবার বিকেলে দুই গ্রুপ রাম দা, চাপাতি ও পিস্তল নিয়ে শহরের মহড়া দেয়। এক পর্যায়ে হাবিবুল্লাহ সরণিতে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নাহিদ গ্রুপের এক সদস্য তিন-চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় জয়দেবপুর থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম জানান, গুলির ঘটনা তিনি শুনেছেন। পুলিশ গিয়ে কাউকে পায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম