শ্রীপুরে ছিনতাইকৃত প্রাইভেটকারসহ গ্রেফতার ১

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৭ আগস্ট ২০১৮

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামে চালককে মারধর করে প্রাইভেটকার ছিনতাইয়ের সময় ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার মাওনা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছিনতাইকারী সুমন মিয়া (২৭) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কুজরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারীসহ একটি প্রাইভেটকার থানা নিয়ে আসা হয়েছে। ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকারটি ঢাকার ধামরাই উপজেলার উত্তরপাতা গ্রামের আলী হোসেনের ছেলে ফিরোজ কবিরের। প্রায় আড়াই মাস আগে ৩-৪ জন যাত্রী সেজে শ্রীপুরের তেলিহাটি এলাকায় যাওয়ার জন্য তার প্রাইভেটকার ভাড়া নেয়। পরে ওই এলাকার শিশু পল্লী রোডে চালক হৃদয়কে অস্ত্রের ভয় দেখিয়ে প্রাইভেটকার থেকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। এ ঘটনায় প্রাইভেটকার মালিক অজ্ঞাত ছিনতাইকারীদের নামে শ্রীপুর থানায় মামলা করেছেন।

শিহাব খান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।