ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৫:০৪ এএম, ০৮ আগস্ট ২০১৮

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত শিক্ষক ইউনূস আলী সরকার (৫৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার গোবিন্দগঞ্জ গ্রামের মৃত ইউসূফ আলীর ছেলে। তিনি গিলারচালা গ্রামের শফিকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় হাজী আব্দুল হাই মডেল স্কুলের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।

ছাত্রীর মা জানান, তার মেয়ে (১৪) স্থানীয় হাজী আব্দুল হাই মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। গত সোমবার (৬ আগস্ট) প্রতিদিনের মতো ক্লাস শেষে বিকেলে সাড়ে ৫টার কোচিং করতে যায় সে।

এক পর্যায়ে ওই শিক্ষক তার মেয়ের শরীর স্পর্শ করে এবং অশ্লীল অঙ্গভঙ্গি ও কথাবার্তা বলে। এ সময় ছাত্রী চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এলে শিক্ষক সেখান থেকে চলে যান।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, ইতোপূর্বে ওই শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের আরও অভিযোগ রয়েছে। ছাত্রীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ওই শিক্ষককে আটক করা হয়েছে।

শিহাব খান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।