লরিচাপায় বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৮ আগস্ট ২০১৮

গাজীপুরে সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় লরিচাপায় খোদেজা আক্তার (৭৭) নামে এক নারী পথচারী নিহত হয়েছে।

বুধবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোদেজা গাজীপুরের শ্রীপুর উপজেলার হালুকাইদ এলাকার মনসুর আলীর স্ত্রী।

নাওজোর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান জানান, সকালে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি লরি খোদেজাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করছে পুলিশ। এ ঘটনায় ঘাতক লড়িসহ চালকের সহকারিকে আটক করা হয়েছে। তবে চালাক পালিয়ে যেতে সক্ষম হয়।

মো. আমিনুল ইসলাম/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।