সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৮ আগস্ট ২০১৮

ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালন করার সময় সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি)। বুধবার বিকেল ৩টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে এ কর্মসূচী পালন করা হয়।

সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলার সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক শাহ শামসুল হক রিপন, দৈনিক আলোকিত বাংলাদেশের গাজীপুর প্রতিনিধি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, দৈনিক যোগফল সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাদল, নিউজ টুডের গাজীপুর প্রতিনিধি এমএ ফিরোজ লাভলু, সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক এস এম হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসাইন, পেশাজীবী নেতা অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় সাংবাদিকরা বলেন, সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান সাংবাদিকরা।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।