সাংবাদিক আহসানুল আলম সাথী আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:১০ পিএম, ১০ আগস্ট ২০১৮

দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের সাবেক জেলা প্রতিনিধি সাংবাদিক আহসানুল আলম সাথী (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার দুপুর আড়াইটায় দিনাজপুর প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে সোনাপীর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বাদ জুমা বালুয়াডাঙ্গা দ্বিতল জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জ শীল গোপালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংকৃতিক সংগঠন সাংবাদিক আহসানুল আলম সাথীর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহামুদ চৌধুরী এমপি শোক প্রকাশ করেন।

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।