শরীয়তপুরে হরিজনদের ঝাড়ু মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৬ আগস্ট ২০১৮

অবৈধভাবে পরিচ্ছন্নকর্মী শূন্যপদে লোক নিয়োগ বাতিলের দাবিতে শরীয়তপুর জেলা প্রশাসকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে হরিজন ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখা।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পরিচ্ছন্নকর্মীদের (হরিজন) প্রায় ২০টি পরিবার এ ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেন।

জানা যায়, ২০১৭ সালের ৫ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ প্রশাসনের নিয়ন্ত্রণাধীন অফিসসমূহ ২০তম গ্রেডভুক্ত কর্মচারী নিয়োগের নিমিত্ত পরিচ্ছন্নকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়।

গত ১৩ আগস্ট ওই পদে মৌখিক পরীক্ষা এবং নিয়োগ কমিটির সুপারিশের প্রেক্ষিতে হরিজন কোটায় আদর চন্দ্র দাস, মিনতী রানী দাস, শ্রী বৈদ্য জমাদার এবং সাধারণ কোটায় সোহান মিয়া ও অনিতাসহ পাঁচজনকে নিয়োগ দেয়া হয়। নিয়োগপ্রাপ্ত চারজন জেলা প্রশাসক কার্যালয় ও একজন কৃষি অধিদফতরে কর্মরত থাকার কথা।

হরিজন ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি দর্পণ চন্দ্র দাস বলেন, ভুয়া সনদ ও ভুয়া পরিচয়পত্রের মাধ্যমে ওই পাঁচজনকে পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পাবনার বাসিন্দাকে শরীয়তপুরের মিথ্যা ও জাল পরিচয়পত্র বানিয়ে চাকরি দেয়া হয়েছে। তাই ওই ভুয়া নিয়োগ বাতিল করে সঠিক পরিচয়পত্র দানকারীদের চাকরি দেয়া হোক।

হরিজন নিশি রানী বলেন, বড় অংকের টাকা ঘুষ নিয়ে অন্য জেলার লোককে চাকরি দেয়া হয়েছে। এটা অন্যায়, মেনে নেয়া যায় না।

আরেক হরিজন বিউটি বলেন, আমার স্বামী বেকার। আমার ভাইও বেকার। আমাদের চাকরি না দিয়ে আরেক জেলার মানুষকে চাকরি দিছে ডিসি।

এ ব্যাপারে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, তিনজন হরিজন কোটায় ও দুইজনকে সাধারণ কোটায় নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ কমিটির মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়েছে। যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা এ জেলার নাগরিক, অন্যজেলার নয়। জেলায় হরিজনদের দুইটি গ্রুপ। তাই বিপক্ষ গ্রুপ এসব কাজ করছে।

মো. ছগির হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।