বাংলাবান্ধা স্থলবন্দরে বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ঈদের আগে বকেয়া মজুরি পরিশোধ এবং শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন বন্দরের শ্রমিকরা।
শনিবার দুপুরে তারা বন্দর এলাকায় একটি বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ করে।
এতে বাংলাবান্ধা স্থলবন্দর লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আজাদ আলী, মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক মনজু আলী ও অর্থ সম্পাদক আজিজুল ইসলামসহ শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
বক্তাদের দাবি, গত ৬ আগস্ট রাতে বাংলাবান্ধা স্থলবন্দরে কুলি শ্রমিকদের বকেয়া মজুরি বাবদ ২৪ লাখ ৮৩ হাজার টাকা আদায়ের জন্য লেবার হ্যান্ডেলিংয়ের জন্য নিয়োজিত ইজারা প্রতিষ্ঠান এটিআই লিমিটেডের স্থানীয় প্রতিনিধিদের অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা। পরে এটিআই লিমিটেড শ্রমিকদের ১৪ লাখ মজুরি পরিশোধ করে। বাকি টাকা না দেয়ায়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৯ আগস্ট ১১ শ্রমিক নেতাকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের সহকারী ব্যবস্থাপক কাজী আল তারিক। গ্রেফতার আতঙ্কে শ্রমিকরা এখন পালিয়ে বেড়াচ্ছেন। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও ঈদের আগেই শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান।
অভিযোগের বিষয়ে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের সহকারী ব্যবস্থাপক কাজী আল তারিক বলেন, শ্রমিকরা এটিআইয়ের কাছে টাকা পেতেই পারে। এটা শ্রমিক ও এটিআই লিমিটেডের বিষয়। কিন্তু তারা ল্যান্ডপোর্ট লিমিটেডের কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা করেছে। এমনকি প্রশাসনিক ভবনে ভাঙচুর করেছে। তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি।
সফিকুল আলম/আরএ/এমএস