শ্রীপুরে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা, প্রাইভেটকার ভস্মীভূত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১০:৪৬ পিএম, ২৩ আগস্ট ২০১৮

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী আহত হওয়ার জেরে প্রাইভেটকার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌর এলাকার আসপাডা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকার চালককে আটক করেছে পুলিশ।

আটক প্রাইভেটকার চালক আল মাহমুদ (২৯) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাদরাসাপাড়ার গোলাম মোস্তফার ছেলে।

f

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, মহাসড়কের আসপাডা মোড় এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকার একটি মোটরসাইকেলকে চাপা দিলে এর আরোহী এক নারী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা উত্তেজিত হয়ে প্রাইভেটকারে আগুন ধরিয়ে দিলে গাড়িটি ভস্মীভূত হয়।

গুরুতর আহত ওই নারীকে প্রথমে মাওনা চৌরাস্তার একে মেমোরিয়াল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিহাব খান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।