সরাইলে ৭০০ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২৪ আগস্ট ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের উপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলাটি শুক্রবার দুপুরে রেকর্ড করা হয়েছে। ইতোমধ্যে সংঘর্ষের দিন আটক ১৩ জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মামলা রেকর্ডের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সরাইল উপজেলার সদর ইউনিয়নের বেপারিপাড়ায় স্থানীয় ইউপি সদস্য শাহ্ আলম ও সাবেক ইউপি সদস্য রকেট মেম্বারের বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে রকেট মেম্বারের সমর্থক সাচ্চু মিয়া ও শাহ্ আলমের সমর্থক কাদির মিয়ার স্থানীয় সকাল বাজারে দোকানের পজিশন নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ রাতেই ১৩ জনকে আটক করে।

আজিজুল সঞ্চয়/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।