পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়েছে। এ সময় বিদ্যালয়টির জেএসসি ২০১৬-১৭ ও এসএসসি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে জিপিএ-৫ পাওয়া ৩১০ শিক্ষার্থীর প্রত্যেককে সংবর্ধনাসহ একটি করে ক্রেস্ট দেয়া হয়।
শনিবার দুপুরে বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান। এ ছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিতিসহ অন্যান্য অথিতিদের সম্মাননা স্মারক প্রদান করেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা শঙ্কর কুমার ঘোষ, বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের হোসেন বাদল, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রাণী দেবী, পঞ্চগড় প্রেসক্লাব সভাপতি সফিকুল আলম, স্থানীয় নজরুল পাঠাগারের সাধারণ সম্পাদক মখলেছার রহমান মিন্টু প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সফিকুল আলম/আরএ/আরআইপি