ভৈরবে মাদকসহ ট্রেনের পরিচালক আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ৩১ আগস্ট ২০১৮

ভৈরব রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী সুরমা এক্সপ্রেস ট্রেনের ডাক বগি থেকে গাঁজা ফেন্সিডিল উদ্ধারসহ মাদক পাচারের অভিযোগে ট্রেনের গার্ড (পরিচালক) নিয়াজ মাহমুদকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সকালে ভৈরব রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪ তাকে আটক করে।

রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, রেলওয়ে স্টেশনে সকাল ৮টায় সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেসের তালাবদ্ধ ডাকবগি থেকে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পাঁচারের অভিযোগে ট্রেনের ওই গার্ডকে আটক করা হয়।

এ সময় গার্ডের নিয়ন্ত্রণে থাকা তালাবদ্ধ মাল বুকিংবিহীন ডাক বগি থেকে ল্যাপে মোড়ানো অবস্থায় ১১ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি টাকার বিনিময়ে মাদক পাচারের কথা স্বীকার করে বলে জানায় রেলওয়ে পুলিশ।

এদিকে মাদক উদ্ধারের ঘটনায় ট্রেনটির পরিচালক আটক হওয়ায় ভৈরব রেলওয়ে স্টেশনে প্রায় তিন ঘণ্টা ট্রেনটি আটকা পড়ে। পরে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে গার্ড এসে ট্রেনটি ঢাকায় পাঠানো হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ঘটনায় ওই গার্ডের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, ট্রেনের পরিচালক নিয়াজ মাহমুদ টাকার বিনিময়ে মাদক পাচারের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে রেলওয়ে থানায় মাদক পাচারের অভিযোগে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

আসাদুজ্জামান ফারুক/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।