টাঙ্গাইলে বাসে গণধর্ষণ : রিমান্ডে সুপারভাইজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

টাঙ্গাইলে বাসে মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের মামলায় গ্রেফতার বাসের সুপারভাইজার এরশাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুজ্জামানের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

রিমান্ডের পক্ষে শুনানি করেন কোর্ট পরিদর্শক আনোয়ারুল ইসলাম। তাকে সহায়তা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ। সোমবার দুপুরে গ্রেফতার এরশাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত মঙ্গলবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেন।

গত শুক্রবার গ্রেফতার বাসের হেলপার আদালতে ১৬৪ ধায়রা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, বাসচালক আলম খন্দকার ও সুপারভাইজার এরশাদ প্রতিবন্ধী নারীকে বাসের ভেতরে ধর্ষণ করেন।

এদিকে বাসের চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে
জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব প্রান্তে টহলরত পুলিশের একটি দল ওই এলাকার নৈশপ্রহরী শাহ আলমের মাধ্যমে জানতে পারে যে, বাসস্ট্যান্ডে একটি বাসের ভেতর নারীর কান্না শোনা যাচ্ছে। এ খবর পেয়ে ওই টহলদল বাসটিতে গিয়ে প্রতিবন্ধী এক নারীকে উদ্ধার করে। এ সময় ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে পুলিশকে জানান।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।