লেগুনা বন্ধ : বিকল্প যানের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১১:৩১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় অতিরিক্ত ভাড়া নেয়ার প্রতিবাদ ও মহাসড়কে লেগুনার বিকল্প যানের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা।

শনিবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত আধ ঘণ্টা অবরোধ চলাকালীন মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল।

কারখানার শ্রমিকরা জানান, সরকারি নির্দেশনা মোতাবেক বেশ কিছুদিন যাবৎ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লেগুনা চলাচল বন্ধ রয়েছে। কিন্ত বিকল্প যানের ব্যবস্থা না করে লেগুনা বন্ধ করায় বিপাকে পড়তে হচ্ছে ওই মহাসড়কে স্বল্প দূরত্বে চলাচলকারী কারখানার শ্রমিকসহ বিভিন্ন ধরনের যাত্রীদের।

শ্রমিকরা আরো জানান, যানবাহনের স্বল্পতার কারণে কারখানায় সঠিক সময়ে কাজে যোগ দিতে না পারায় পুরো দিনের হাজিরাসহ মাস শেষে বেতন কেটে নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পূর্বের তুলনায় বর্তমানে মহাসড়কে চলমান বিভিন্ন বাস ও মিনিবাসে চলাচলে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে কারখানা ছুটি ও সকালের শিফট শুরুর সময় বিকল্প যান হিসেবে সরকারের কাছে বিআরটিসি বাস বরাদ্দের দাবি জানান তারা।

এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, তিন চাকার ছোট যান ও লেগুনা বন্ধে শ্রমিকদের কর্মস্থলে যেতে সমস্যা সৃষ্টি হওয়ায় তারা মহাসড়ক অবরোধ করে গণপরিবহন বাড়ানোর দাবি জানান। পরে সরকারের পক্ষ থেকে গণপরিবহন বাড়ানো এবং কারখানার পক্ষ থেকে যাতে শ্রমিকদের জন্য পরিবহনের ব্যবস্থা করা হয় সেটা তাদের বোঝানো হলে তারা মহাসড়ক থেকে চলে যান।

শিহাব খান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।