‘একতরফা নির্বাচনের স্বপ্ন দেখছে আ.লীগ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। খালেদা জিয়াকে কারাগারে রেখে একতরফা নির্বাচনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। আর তা বাস্তবায়ন করতে সরকার নানামুখি ষড়যন্ত্র করছে। এই দেশের মানুষ একতরফা নির্বাচন মেনে নেবে না। নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে ভোটের মাধ্যমে এর জবাব দেবে।

শনিবার বিকেলে জেলা খানার মোড়ে জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জেল-জুলুম ও মামলার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। জনগণ এসব আর মানবে না।

জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ, আকবর হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, শাজাহান মল্লিক, যুবদলের সহ-সভাপতি শাহেন শা শানু, সাংগঠনিক সম্পাদক মোকারন হোসেন ভূইয়া, রাফুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, মৎসজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন প্রমুখ।

সঞ্জিত সাহা/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।