জামালপুরের শাকিলের কাণ্ড!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

গাজীপুরে মানসিক প্রতিবন্ধী এক যুবক বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনের উঁচু টাওয়ারের চূড়ায় ওঠে বসে থাকার ঘটনা ঘটেছে। প্রায় আধাবেলা টাওয়ারে অবস্থান করে বিকেলে সাড়ে ৫টার দিকে সে আবার মাটিতে নেমে আসে। শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের কড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম শাকিল (২৪)। তার বাড়ি জামালপুর জেলায় বলে জানা গেছে।

gazipur

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন এবং স্থানীয়রা জানান, ওই যুবক কড্ডা এলাকা দিয়ে যাওয়া বিদ্যুতের প্রায় ২৫০ ফুট ওই টাওয়ারে ওঠে পড়ে। দুপুরের দিকে স্থানীয়দের বিষয়টি দৃষ্টি গোচর হলে তারা ফায়ার সার্ভিস এবং পুলিশে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে টাওয়ার থেকে নামানোর চেষ্টা করে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার শত শত লোক সেখানে জড়ো হয়। এক পর্যায়ে টাওয়ার থেকে নেমে আসার জন্য তাকে হ্যান্ডমাইকে ঘোষণা দেয়া হয় এবং বিভিন্ন খাবার দেখানো হয়।

gazipur

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, বিকেল সাড়ে ৫টার দিকে শাকিল টাওয়ার থেকে নেমে আসে। সে মানসিক প্রতিবন্ধী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।