বাগানে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী আখাউড়া রেলওয়ে জংশনে ঘুরা-ফেরা করতেন। তিনি নিজেকে বেবী বলে পরিচয় দিতেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জানান, রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি বাগানে মানসিক ভারসাম্যহীন ওই নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
আজিজুল সঞ্চয়/আরএ/এমএস