‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে দেশে আগুন জ্বলবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন হুশিয়ারি উচ্চারণ করে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সারা দেশে আগুন জ্বলবে। তখন এই দেশের জনগণকে দাবিয়ে রাখতে পারবে না।

নরসিংদী জেলা বিএনপির উদ্যেগে আয়োজিত বুধবার সকালে শহরের জেলাখানার মোড়ে খালেদা জিয়ার কারা মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপিকে দাবিয়ে রাখতে অসাংবিধানিকভাবে কারাগারে আদালত বসিয়েছেন সরকার। বিচারের নামে প্রহসন করা হচ্ছে। তিনবারের রাষ্ট্রপ্রধান খালেদা জিয়ার সুচিকিৎসার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আগামী দিনে ক্ষমতা দখল করতে তাকে কারাগারে রেখে মেরে ফেলতে চাইছে সরকার।

সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালে চৌধুরী, যুবদলের সহ-সভাপতি শাহেন-শা-শানু, সাংগঠনিক সম্পাদক মোকারম ভূইয়া, জেলা সেচ্ছাসেবক দলের সবেক সভাপতি কবির আহাম্মেদ, বর্তমান সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহারিয়া সামস কেনেডি। এসময় বিএনপি জেলা উপজেলার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর উপস্থিত ছিলেন।

সঞ্জিত সাহা/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।