ভারতে পাচার হওয়ার সময় ১৮ রোহিঙ্গা আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ার সময় আমড়াখালী চেকপোস্ট থেকে শিশুসহ ১৮ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

যশোর ৪৯-বিজিবির উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম বলেন, যাত্রীবাহী পরিবহনে কিছু রোহিঙ্গা ভারতে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালানো হয়।

বিকেল ৫টার দিকে যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নয় শিশু, পাঁচজন পুরুষ ও চারজন নারী রয়েছে। এরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

আব্দুস সালাম নামের এক রোহিঙ্গা বলেন, আমরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছি। দালাল আমাদের ভারতে নিয়ে ভালো কাজ দেবে বলেছে।

মো. জামাল হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।