বগুড়ায় ইয়াবাসহ চার বোন আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮

বগুড়া শহরের অভিজাত এলাকা জলেশ্বরীতলায় অভিযান চালিয়ে চার বোনসহ ৬ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছে ২১’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার ভোরে শহরের জলেশ্বরীতলা ও সুত্রাপুরের চারটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নওগাঁ জেলার বাসিন্দা এই পরিবারটি দীর্ঘদিন ধরে বগুড়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে ইয়াবার কারবার চালিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

এ সময় শহরের কমফোর্ট হাউসিংয়ের ৩য় তলা থেকে একজন এবং ৫ম তলা থেকে ২ জন, দেওয়ান এ্যাবকনের ৫ম তলা থেকে একজন ও বিকর্ন টাওয়ার থেকে ২ জনকে আটক করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ভোর রাতে ডিবি পুলিশের একটি দল শহরের চারটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে লাবনী, মরিয়ম আক্তার নিপু, শিমু, মনিকা, শিমুর স্বামী নাইমুল হাসান শান্ত এবং লোকমান হোসেন নামের আরেক ব্যক্তিকে আটক করে।

পুলিশ জানিয়েছে, শান্ত ছাড়া বাকি ৫ জনের বাড়িই নওগাঁ জেলার পারনওগাঁ গ্রামে। আর শান্ত বগুড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়া লেনের জাহেদুর রহমানের ছেলে। পারিবারিক সম্পর্কের সূত্রে তারা বগুড়ায় বাসা ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।

লিমন বাসার/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।