১৫ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮

নরসিংদীর রায়পুরা থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাত সাড়ে ১০টার দিক পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জেলা ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহাম্মেদ ও মোতাহার আলীর নেতৃত্বে সোমবার রায়পুরা উপজেলা মেথিকান্দা স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভৈরব এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহাগ মিয়াকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য ১৫ লাখ টাকা।

জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহাম্মেদ বলেন, গ্রেফতার সোহাগ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।

সঞ্জিত সাহা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।