গুলিবিদ্ধ মাদক বিক্রেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একশ বোতল ফেনসিডিলসহ সুমন মিয়া (২৮) নামে এক গুলিবিদ্ধ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে কালীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাদল কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে উপজেলার চলবলা ইউনিয়নের চাকলা হল মোড় এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার সুমন মিয়া আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কামারপাড়া গ্রামের ইরমানুল হক মাস্টারের ছেলে।

Lalmonirhat Madok

পুলিশ জানায়, মাদকের চালান নিয়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করে একটি মাদক বিক্রেতা চক্র চলবলা ইউনিয়ন অতিক্রম করছে এমন সাংবাদে চাকলা হল মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক বিক্রেতারা পুলিশের ওপর হামলা করলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে সুমনের দুই পায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একশ বোতল ফেনসিডিল জব্দ করে তারা।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মাদক বিক্রতা সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে।

রবিউল হাসান/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।