রাজশাহীতে ই-ট্রাফিক প্রসিকিউশন চালু
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ই-ট্রাফিক প্রসিকিউশন চালু করেছে। সোমবার বেলা ১১টার দিকে আরএমপির ট্রাফিক বিভাগ নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে আরএমপি কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সড়ক নিরাপত্তায় প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানান আরএমপি কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, নগরীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে আরএমপি কার্যকরী নানান পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ট্রাফিক পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। ট্রাফিক পুলিশ কাজে রোভার স্কাউট সদস্যদের সম্পৃক্তকরণ ছাড়াও জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এরই মধ্যে নগরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক চেকপোস্ট জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে। সভা-সমাবেশ ছাড়াও জনসচেতনতায় লিফলেট বিতরণ, বিভিন্ন পয়েন্টে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে।

সদ্য চালু হওয়া ই-ট্রাফিক প্রসিকিউশন নগর পুলিশের ট্রাফিক ব্যবস্থায় গতি আনবে জানিয়ে কমিশনার বলেন, ট্রাফিক বিভাগের দায়েরকৃত মামলার জরিমানা আদায় পদ্ধতি সহজ করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। আধুনিক এই ইলেকট্রনিক্স পদ্ধতিতে ঝামেলা ছাড়াই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন নগরবাসী।
এরই অংশ হিসেবে নগরীর ২৫টি পয়েন্টে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ক্যাশ এজেন্ট পয়েন্ট স্থাপন করা হয়েছে। এর আগে গত ৯ মে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড ও গ্রামীণ ফোন লিমিটেডের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করে আরএমপি।
উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) তানভীর হয়দার চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (মতিহার) সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) আবু আহাম্মদ আল মামুন, উপুলিশ কমিশনার (পিওএম) মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জয়নুল আবেদীন এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা প্রমুখ। অনুষ্ঠানে পরিবহন মালিক ও শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।
ফেরদৌস সিদ্দিকী/আরএ/পিআর