রাজশাহীর জেলা পরিষদের বৃত্তি পেলেন ৩৫৭ শিক্ষার্থী
মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের ৩৫৭ শিক্ষার্থীকে ৪ লাখ ৬০ হাজার টাকা বৃত্তি প্রদান করেছে রাজশাহী জেলা পরিষদ। সোমবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।
জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, বর্তমান সরকার সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কথা ভাবে। বাদ পড়েনি মেধাবী শিক্ষার্থীরাও। জেলা পরিষদের মাধ্যমে সরকার এই টাকা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব দিকে সমান দৃষ্টি রাখে বলেও নিজের বক্তব্যে উল্লেখ করেন চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, শফিকুল ইসলাম, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য কৃষ্ণা দেবী প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেরদৌস সিদ্দিকী/আরএ/পিআর