নৌকায় বজ্রপাত, প্রাণ গেল দুইজনের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেলাই বিলে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে সোমবার রাতে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন।

তারা হলেন কালীগঞ্জ উপজেলার পুনসহি দক্ষিণ পাড়ার নূরুল ইসলাম খানের ছেলে তাজুল ইসলাম (৪৪) ও আব্দুল হান্নান শেখের ছেলে মো. মামুন শেখ (৩০)।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি মো. আবু বকর মিয়া বলেন, সোমবার রাত ১১টার দিকে পুনসহি দক্ষিণ পাড়া এলাকার প্রতিবেশী চাচা-ভাতিজা তাজুল ইসলাম ও মামুন শেখ বাড়ির পাশে বেলাই বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান। তারা একটি গাছ তলায় নৌকায় বসে আলো জ্বালিয়ে টেঁটা দিয়ে মাছ শিকার করছিলেন। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে নৌকা থেকে তারা দুইজন পানিতে পড়ে যান। পাশের অন্য নৌকার মাছ শিকারিরা বিষয়টি দেখতে পেয়ে সংবাদ দিলে পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা।

আব্দুর রহমান আরমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।