অলোয়া ইউপির উপ-নির্বাচন বুধবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ০২ অক্টোবর ২০১৮

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৫নং অলোয়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বুধবার। নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে উপজেলা নির্বাচন কমিশন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

অলোয়া ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বতন্ত্রপ্রার্থী মো. রহিজ উদ্দিন আকন্দ (মোটর সাইকেল), বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নূরুল আমিন নান্নু মিঞা (ধানের শীষ) এবং আওয়ামী লীগ নেতা মো. মর্তুজ আলী(নৌকা)।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম ও ভূঞাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার জানান, অলোয়া ইউপির উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ করতে তারা তৎপর রয়েছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করবেন।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।