টাঙ্গাইলে বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেফতার
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিএনপি ও জামায়াত শিবিরের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার গয়হাটা ইউনিয়নের তেহালিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নাগরপুর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলার ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য হাবিবুল্লাহ এবং সহবতপুর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল জলিল।
নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, নাশকতার পরিকল্পনামূলক সভার গোপন সংবাদে বুধবার ভোরে গয়হাটা ইউনিয়নের তেহালিয়া গ্রামে নাগরপুর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
এ সময় রফিকুলসহ বিএনপি ও জামায়াত শিবিরের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেফতারকৃত নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস