ঠাকুরগাঁও যুবদলের সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৫ অক্টোবর ২০১৮

ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নুরকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে গড়েয়া এলাকা থেকে নুরসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার কেন্দ্রীয় কর্মসূচিতে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়ার কারণে ও পূর্বের নাশকতার মামলায় মহেবুল্লাহ চৌধুরী আবু নুরসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

রবিউল এহ্সান রিপন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।