পাবনায় স্কুলছাত্রী অপহরণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০৭ অক্টোবর ২০১৮

পাবনার সুজানগর উপজেলার দারিয়াপুর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী আতিয়া সুলতানা শ্রাবণীকে (১৪) অপহরণের প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে তার সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষকরা।

রোববার দুপুরে দারিয়াপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে অপহৃত শ্রাবণীকে দ্রুত উদ্ধার ও ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান। গত ২৭ সেপ্টেম্বর শ্রাবণীকে অপহরণ করা হয়।

দারিয়াপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রাবণীর চাচা শাহ-নেওয়াজ মিন্টু জানান, তিনি এ ঘটনায় বাদী হয়ে সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১ অক্টোবর মামলা করেছেন। সাঁথিয়া থানার ক্ষুদ্র গোপালপুর গ্রামের শাজাহান আলী মীরের ছেলে ফারুক হোসেনসহ ছয়জনকে মামলায় আসামি করা হয়েছে। তবে তাদের গ্রেফতার করছে না পুলিশ।

শ্রাবণীর সহপাঠীরা জানায়, গত ২৭ সেপ্টেম্বর আমাদের সহপাঠী শ্রাবণীকে অপহরণ করা হয়েছে। আজ পর্যন্ত পুলিশ প্রশাসন শ্রাবণীকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করতে পারেনি। এটা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় আমরা পাবনা পুলিশ সুপারের সহযোগিতা চাই।

jagonews

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, এ মামলার আসামিদের গ্রেফতার ও শ্রাবণীকে উদ্ধারের চেষ্টা চলছে।

একে জামান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।