বেনাপোলে এক লাখ ৪২ হাজার যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:২০ পিএম, ১০ অক্টোবর ২০১৮

বেনাপোল সীমান্ত থেকে এক লাখ ৪২ হাজার ৬৪০ পিস ভারতীয় সেনেগা (যৌন উত্তেজক) ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানার গয়রা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদে জানা যায়, চোরাকারবারিরা ভারত থেকে বিপুল পরিমাণ সেনেগা (যৌন উত্তেজক) ট্যাবলেট এনে যশোরে নেয়ার উদ্দেশ্যে বেনাপোলের গয়ড়া পাকা রাস্তার ওপর অপেক্ষা করছে- এমন খবরে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে এক লাখ ৪২ হাজার ৬৪০ পিস ভারতীয় সেনেগা (যৌন উত্তেজক) ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩৬ লাখ টাকা। উদ্ধারকৃত ট্যাবলেট বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে বলে জানিয়েছেন সুবেদার মনির হোসেন।

জামাল হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।