দণ্ডপ্রাপ্ত পিন্টুর এলাকা থেকে বিএনপির ৫ নেতাসহ গ্রেফতার ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১০ অক্টোবর ২০১৮

২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর নির্বাচনী এলাকা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ছাত্রদল ও যুবদলের পাঁচ নেতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়। ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলুর নবনির্মিত ভবনে গোপন মিটিং করছে- এমন সংবাদ পেয়ে ওখানে অভিযান চালায় পুলিশ।

এ সময় ছাত্রদল ও যুবদলের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ভূঞাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল তরফদার স্বপন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জুলহাস উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন তালুকদার দীপু, ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও যুবদল নেতা ফরিদ হোসেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নের অভিযোগে মামলা করা হয়েছে। পরে বুধবার দুপুরের দিকে তাদেরকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে নাগরপুরে গোপন বৈঠকের সময় উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাথুরাতে অবস্থিত মুন ব্রিকফিল্ড থেকে বিএনপি ও জামায়াত শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।