নারিকেল গাছে উঠে প্রাণ গেলে কিশোরের
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিরুল মোল্লা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে ওই ইউনিয়নের নারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিরুল মোল্লা উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের হেলাল মোল্লার ছেলে।
স্থানীয় শেখ মহিদুল ইসলাম ও নজরুল ইসলাম খান জানান, সকালে নারুয়া গ্রামের আব্দুল মজিদ মুন্সির বাড়িতে মিরুল মোল্লা নারিকেল পাড়তে ওঠে। নারিকেল পেড়ে নামার সময় পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সেখানেই সে মারা যায়।
নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/আরএআর/এমএস