পুলিশ দেখে খেলনা পিস্তল ফেলে দৌড় দিল তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৪ অক্টোবর ২০১৮

গাজীপুরে তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তার শাহজালাল ইসলামী ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- শরীয়তপুরের ডামুড্যা থানার পূর্বকান্দি গ্রামের মৃত সামাদ মাস্টারের ছেলে জহিরুল ইসলাম (৪৩), আব্দুল মজিদ হাওয়াদারের ছেলে মাহবুব আলম (৩৮) ও আবুল বাশার কাজির ছেলে মো. লিকন (৩২)।

বাসন থানা পুলিশের ওসি মোক্তার হোসেন বলেন, রোববার দুপুর ১২টার দিকে ভুয়া ডিবি পুলিশ সেজে চান্দনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শাহজালাল ইসলামী ব্যাংকের সামনে একটি মাইক্রোবাস নিয়ে অবস্থান নেয় তারা।

এ সময় সাদা পোশাকে থাকা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ভুয়া ডিবি পুলিশ। বিষয়টি দেখে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হলেও কয়েকজন খেলনা পিস্তল ফেলে দৌড়ে পালিয়ে যায়। সেই সঙ্গে তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি এবং একটি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।

ওসি মোক্তার হোসেন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রাহকরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পর ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশির নামে টাকা ছিনিয়ে নিত তারা। কখনো মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে গ্রাহকের টাকা পয়সা লুট করে অজ্ঞাত স্থানে ফেলে যেত।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।