১৮ কৃষকের স্বপ্ন এক রাতে শেষ
আসছে শীত। তাই শীতকালীন সবজি বাগান তৈরিতে পুরোদমে ব্যস্ত ছিল কৃষক। কিছু জমিতে লাগানোর চারাও উপযুক্ত হয়ে উঠেছিল। কিন্তু প্রতিহিংসার কারণে এখন তাদের সামনে শুধুই অন্ধকার। আগাছা দমনের ওষুধ প্রয়োগ করে বীজতলা নষ্ট করে দেয়ার মাধ্যমে এক রাতেই ১৮ কৃষকের স্বপ্ন শেষ হয়েছে।
মঙ্গলবার রাতে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি ও গোদারচালা গ্রামের ১৮ জন কৃষকের শীতকালীন সবজির বীজতলায় বিষ প্রয়োগ করে ধ্বংস করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ক্ষতিগ্রস্ত কৃষকের মাঠ পরিদর্শন করেছেন।
টেপিরবাড়ি গ্রামের কৃষক শাহাবউদ্দিন বলেন, এ শীতকালীন সবজি চাষ ঘিরেই আমাদের মূল জীবিকা। চলতি মৌসুমে এই সবজি চাষের জন্য আমরা মাঠ প্রস্তুত করেছিলাম। আমাদের এলাকার প্রতিটি বাড়িতেই বীজতলা ছিল। তবে সকালে উঠে দেখি বীজতলার চারাগুলো মাটিতে হেলে পড়েছে।

গোদারচালা গ্রামের শীতকালীন সবজি চাষী কুদ্দুস আলী বলেন, আমাদের এলাকার অধিকাংশ কৃষকের বীজতলা এক রাতেই বিষ ছিটিয়ে নষ্ট করে দেয়া হয়েছে। সবার বীজতলা নষ্ট করে দেয়া কেমন ধরনের শত্রুতা?
একই গ্রামের কৃষক মমতাজ উদ্দিন জানান, এই শীতকালীন সবজি চাষের উপর নির্ভর করে এলাকার কৃষকরা জীবিকা নির্বাহ করেন। তবে সবজি চাষের এই ভরা মৌসুমে বীজতলা নষ্ট করে দেয়ায় এখন সামনে শুধুই অন্ধকার দেখছি। নতুনভাবে বীজতলা তৈরি করে এখন আর এই সবজি চাষ সম্ভব নয়।

শ্রীপুর উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা মাহবুবা সুলতানা জানান, এমন ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঠ পরিদর্শন করে তালিকা করা হয়েছে। আগাছা দমনের ওষুধ প্রয়োগের মাধ্যমে ১৮ জন কৃষকের বীজতলা নষ্ট করে দেয়া হয়েছে। যারা প্রায় ৩০ একর জমিতে শীতকালীন সবজি চাষ করতো। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।
শিহাব খান/আরএ/আরআইপি