বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১:৩৪ এএম, ২০ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে বিএসএফের গুলিতে গোলাম রব্বানী (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ক্যাম্পেরহাট গ্রামের পসির উদ্দীনের ছেলে। তিনি গরু ব্যবসায়ী বলে গেছে।

পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে গোলাম রব্বানীসহ আরও বেশ কয়েকজন গরু ব্যবসায়ী অবৈধভাবে গরু আনতে কান্তিভিটা সীমান্তের ৩৮৯ নং পিলার সংলগ্ন তারকাঁটা অতিক্রম করে। এ সময় ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে অন্যান্যরা পালিয়ে গেলেও গোলাম রব্বানী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এ ব্যাপারে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি দেয়া হয়েছে এবং মরদেহ ফেরত আনতে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

ররিউল এহসান রিপন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।