রান্না সময় শাড়িতে আগুন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রান্নার সময় শাড়িতে আগুন লেগে আসমা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আসমা তেঁতুলিয়া উপজেলার শালবাহানহাট ইউনিয়নের বসন্তজোত গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বৃদ্ধা আসমা খাতুন ঘরে একাই থাকতেন। পাঁচ মেয়ের সবাইকে বিয়ে দিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিস সমস্যা নিয়ে নিজেই রান্নাসহ বাড়ির সব কাজ করতেন। মঙ্গলবার রাতে রান্নাঘরে কাজ করতে গিয়ে এক পর্যায়ে তার শাড়িতে আগুন লেগে যায়। মুহূর্তে শরীরে আগুন ছড়িয়ে পড়ে। রাতে তাকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কারো কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সফিকুল আলম/আরএ/এমএস